শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সাংবাদিক ফয়সাল হাওলাদারকে প্রকাশ্য মেরে ফেলার হুমকি, থানায় জিটি

সাংবাদিক ফয়সাল হাওলাদারকে প্রকাশ্য মেরে ফেলার হুমকি, থানায় সাধারন ডায়েরি।

কেরানীগঞ্জ সংবাদদাতা

ফুচকা খাওয়া‌কে কেন্দ্র ক‌রে দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোটার ও বিডিসি ত্রুাইম বার্তার সম্পাদক সাংবাদিক ফয়সাল হাওলাদার‌কে মেরে ফেলার হুমকি প্রদান ক‌রেন জামাল হুজুর না‌মের এক ব‌্যক্তি।

জানা যায়, গত বুধবার (১৭ ন‌ভেম্বর) রাতে কেরানীগঞ্জ খোলামোড়া জিয়ানগর হেলালের ফুচকা দোকানে সাংবাদিক ফয়সাল হাওলাদার ফুচকা খে‌তে ব‌সে তার শ‌্যালক হিরা-কে খাওয়ার জন‌্য বল‌লে। শ‌্যালক হিরা খা‌বেনা ব‌লে জানায়। পরক্ষ‌নে সাংবা‌দিক ফয়সাল খুনসু‌টি ক‌রে শ‌্যালক‌কে ব‌লেন তাহ‌লে থাপ্পড় খা। পা‌শে থাকা জামাল হুজুর কিছু না বু‌ঝে তি‌নি ম‌নে ক‌রেন “থাপ্প খা” তা‌কে বলা হ‌য়ে‌ছে। এ‌তে জামাল হুজুর ক্ষিপ্ত হ‌য়ে উ‌ঠেন। প‌রে নির্বাচ‌নি সংবাদ সংগ্রহের কা‌জে কালিন্দী ইউনিয়ন গে‌লে গতকাল শ‌নিবার (২০ ন‌ভেম্বর) সাংবা‌দিক ফয়সাল হাওলাদার‌কে প্রকা‌শ‌্য দিবাল‌কে স্থানীয় ‌লোকজ‌নের উপ‌স্থি‌তি‌তে মার‌তে এসে ক্ষিপ্ত জামাল হুজুর মেরে ফেলার হুমকি দেয় । হুজুর জামাল কালিন্দী মক্কা নগর জামে মসজিদের ইমাম।

এ ঘটনায় সাংবা‌দিক ফয়সাল হাওলাদার‌ জীব‌নের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় র‌বিবার (২১ নভেম্বর) এক‌টি সাধারণ ডায়‌রি ক‌রেন যার নং ১১১৫।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host