সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

যশোর মনিরামপুর ২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য : আটক-৭।

যশোর মনিরামপুর ২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য : আটক-৭।

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
গতকাল ১৭ জুন সকাল অনুমান ০৯.৪৫ মিনিটের সময় নগদের ডিস্টিবিউটর রবিউল ইসলাম একটি প্রাইভেটকার যোগে যশোর শহর হতে মণিরামপুরে যাওয়ার পথে কুয়াদা জামতলা নামক স্থানে পৌঁছালে তাদের পিছন দিক হতে দুটি মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ধারালো চাপাতি’সহ প্রাইভেটকারটির গতিরোধ করে।একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেল হতে নেমে প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে এবং তাদের সাথে থাকা ধারালো চাপাতি দিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা ডিস্টিবিউটরকে প্রাণ নাশের হুমকি দিয়ে নগদ হাউজের টাকার ব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভিকটিম রবিউল ইসলাম জানান,আমি জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ এ কল করে ঘটনার বিষয়ে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।
ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের নেতৃত্বে মনিরামপুর থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম টিম ঘটনার রহস্য অনুসন্ধান সহ জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযানে নামে।
একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল সহ অন্যান্য তথ্য প্রমাণ অনুসন্ধান এবং পুলিশি কলাকৌশল প্রয়োগ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়।
এরপর ডিবি সহ জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনা করে জড়িত আসামি সাগর হোসেন(২৪)কে ঝিকরগাছা থানাধীন খোষালনগর এলাকা হতে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি RTR মোটরসাইকেল উদ্ধারসহ জব্দ করে।
তারপর ডিবি পুলিশ আসামি সাগর-কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে অন্যান্য আসামিদের ধরতে জেলার বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে আরো ছয়(০৬) জন আসামিকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী ওরফে সাজু(৩১) এর সাথে যোগশাজোসে পরিকল্পিতভাবে ছিনতাই করেছে।
একপর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো মতে ঝিকরগাছা থানাধীন দিগদানা গ্রাম হতে ধৃত আসামী ইমদাদুল গাজী(৪৬) এর হেফাজত হতে ১৬ লক্ষ ৫৫ হাজার ৫ শত টাকা এবং ধৃত আসামী মোঃ সুজন ইসলাম(৩৩) এর বাড়ি থেকে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ছিনতাইকৃত ৩২ লক্ষ ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।
এছাড়াও আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি, একটি ধারালো চাকু ও লুন্ঠিত টাকা বহনকারী একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এসংক্রান্তে থানায় মামলা করা হয়। রগ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-
যশোর কোতয়ালী মডেল থানাধীন পোষ্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে মোঃ ইউসুফ আলী @ সাজু (৩১), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে রনি গাজী(২৬), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন(২৪), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের রাশেদুল ইসলাম খা’র ছেলে সুজন ইসলাম(৩৩), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা(২১),ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী(৪৬) ও ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের মোঃ ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী(১৯)।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host