শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

কি হতে যাচ্ছে ফেরদৌস-মৌসুমীর ‘পোস্টমাস্টার ৭১ছবিতে!

‘পোস্টমাস্টার ৭১’ ছবির মাধ্যমে আবারও রুপালি পর্দায় হাজির হচ্ছেন ফেরদৌস-মৌসুমী জুটি। দীর্ঘ প্রতীক্ষার পর বিজয় দিবস উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এর প্রযোজনার দায়িত্বেও রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিটি রাশেদ শামীম ও আবির খান পরিচালনা করছেন যৌথভাবে।
ছবিটির বিষয়ে জানতে চাইলে পরিচালক রাশেদ শামীম বলেন, ‘‘মুক্তিযুদ্ধের অনেক ছবি আমরা দেখেছি। তবে ‘পোস্টমাস্টার ৭১’ ছবিতে দর্শক ভিন্ন কিছু পাবে। আমরা যেহেতু নতুন পরিচালক, তাই একটু সময় নিয়ে ছবিটি নির্মাণ করেছি। এমনও হয়েছে শুটিং শেষ করে এডিটিংয়ে গিয়ে মনে হলো আরেকটু শুটিং দরকার। আমরা তখন আবারও শুটিং করেছি, যে কারণে ছবি মুক্তির তারিখ দুয়েকবার পিছিয়েছে। তবে আমরা আশাবাদী দর্শক ছবিটি পছন্দ করবেন।’’
ছবিতে দর্শক ব্যতিক্রম কী পাবে, জানতে চাইলে রাশেদ বলেন, ‘‘আমাদের গল্পটা শুধু মুক্তিযুদ্ধের ছবি না বলে, বলা যেতে পারে ওই সময়ের একটি মিষ্টি প্রেমের ছবি। আসলে আমাদের ছবির প্রেক্ষাপট শুরু হয়েছে ১৯৬৫ সাল থেকে, তখনকার সময়ের একজন পোস্টমাস্টারের প্রেমের গল্প নিয়ে ছবিটি, আমাদের গল্পটা শেষ হয় ৭১ সালের স্বাধীনতা দিয়ে। এখানে দর্শক যেমন যুদ্ধ দেখবেন, তেমনি মিষ্টি একটি প্রেমের গল্পও উপভোগ করবেন।’’
উল্লেখ্য, ‘পোস্টমাস্টার ৭১’ ছবির কাজ শুরু হয় ২০১৫ সালের শেষ দিকে। এরপর ২০১৬ ও ২০১৭ সালে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে যায় ছবিটির মুক্তি। অবশেষে চলতি বছরের শেষ মাসের ৩০ তারিখকেই বেছে নিয়েছেন নির্মাতাদ্বয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host