শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ঢাকা – ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীতা উচ্চ আদালতে বৈধ ঘোষণা কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত। ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ২০ (বিশ) বোতল বিদেশী মদসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। ভিজ্যুয়াল আর্ট ক্লাবের পিকনিক–২০২৬ অনুষ্ঠিত। ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের হাতে ফুলের শুভেচ্ছা জানান মোস্তাফিজুর রহমান মোস্তাক। গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। দিয়ামনি ই কমিউনিকেশনের পাবনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ওল্ড ঢাকা “৯৫” এর পিঠা উৎসব ও হাস পাটি।

অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী সোহাগ (৩০) লালবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

রাজধানীর লালবাগে অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী সোহাগ (৩০) লালবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০১/০১/২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ০১:৩০ ঘটিকায়* অটোরিক্সা চালক মাহবুব আলম (৩২) থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্য সোহাগ @ ভাতু সোহাগ (৩০)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ *রাজধানীর লালবাগ থানাধীন ২৪নং ওয়ার্ডের অন্তর্গত জেএন সাহা রোডস্থ এলাকায়* ভিকটিম মাহবুবকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আসামীদের আক্রমনে ভিকটিম মাহবুব হাতের বাহু, মাথার পিছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃতুবরণ করে। পরবর্তীতে ভিকটিম মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহবুবের মা মোছা: আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় এজহারনামীয় আসামী ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০১, তারিখ- ০২/০১/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

২। এরই ধারাবাহিকতায় *গত ১৪/০৬/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৭.১০ ঘটিকায়* র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ডিএমপি, ঢাকার লালবাগ সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এলাকায়* অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার *তদন্তে প্রাপ্ত আসামী সোহাগ @ ভাতু সোহাগ (৩০),* পিতা- গিয়াস উদ্দিন, সাং- কেল্লার মোড়, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।

৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host