শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

সর্বাধুনিক সেবার মডেল হবে দ.কেরাণীগঞ্জ থানা। নসরুল হামিদ বিপু

                                            -

শামীম আহম্মেদ ঃ
বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশের সর্বাধুনিক সেবার মডেল হবে দ.কেরাণীগঞ্জ থানা। আমাদের দেশটাকে আমরাই সুন্দর করে সাজাতে চাই এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের সকলেই কিছুনা কিছু করার দায়িত্ব রয়েছে। সে দায়িত্ববোধ থেকেই আমরা দেশের জন্য নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। আজ ১৯ এপ্রিল শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাকে একটি অত্যাধুনিক স্পীডবোট হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন থানা পুলিশের সেবার মান আরো আধুনিকায়ন ও যুগোপযোগি করে তোলার লক্ষে ইতিপূর্বে ৭টি পুলিশভ্যান দেয়া হয়েছে। খুব শিঘ্রই এখানে আরো তিনটি গাড়ি ও একটি স্পীডবোট দেয়া হবে। থানা পুলিশের নানা সমস্যা দুরীকরনের লক্ষে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাকে ১০তলা ভবন করার প্রতিশ্রæতি দেন। একই সাথে কেরাণীগঞ্জ মডেল থানা ভবনকে ভেঙ্গে নতুন কওে ১০তলা ভবন করার কথাও বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এলাকার বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উন্নয়ণ পরিকল্পনার কথা তুলেধরে তিনি বলেন,দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম উপশহর কেরাণীগঞ্জ। যার ওপরদিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে ফিরবে। কাজেই কেরাণীগঞ্জকে আরো আধুনিকায়নে আমাদের নানা মুখী পরিকল্পনা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এবং কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা,দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো.শাহ জামান, ট্রাফিক ইন্সপেক্টও নুরুল ইসলাম মল্লিক প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host