শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

খুরুশকুলের পাহাড় কাটা বন্ধের দাবিতে আমরা সাধারণ জনগন ইতি পুর্বে বন বিভাগের বিভিন্ন অভিযোগ দাখিলের পরেও কোন সুরাহা হচ্ছে না।

খুরুশকুলের পাহাড় কাটা বন্ধের দাবিতে আমরা সাধারণ জনগন ইতি পুর্বে বন বিভাগের বিভিন্ন অভিযোগ দাখিলের পরেও কোন সুরাহা হচ্ছে না।

মোঃ রায়হান স্টাফ রিপোর্টার কক্সবাজার

না হওয়ার পিছনে আমরা জানতে পারি স্থানীয় বিট কার্য়ালয়ের সংশ্লিষ্ট কমকর্তা পরিচয়ে তরিকুল ইসলাম নামের বন পহরিসহ আরও বিটে যারা আছেন তাদের মধ্যে কয়েক জন এই পাহাড় খেকুদের সাথে মাসিক চুক্তিতে তাদের থেকে মোটা অংকের টাকা নেয়। সে বিট কর্মকর্তা পরিচয় দেবার প্রধান কারন হলো, খুরুশকুল বিট অফিসার না থাকায় এই সুযোগটা কাজে লাগিয়ে পাশের বিটের, বিট কর্মকর্তারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে খুরুশকুলের দায়িত্ব দিলে,ঐ সুযোগটা সে কাজে লাগায় এবং নিজেকে বিট কর্মকর্তা হিসাবে জাহির করে তোলে।
তার ফলে দিন দিন আরও বেপরোয়া হচ্ছে পাহাড় খেকুরা।বন বিভাগের উপর মহলে এবং পরিবেশ অধিদপ্তরের স্থানীয় ভাবে কয়েকবার অভিযোগ দেওয়ার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। রেন্জ কর্মকর্তা ফারুক বাবুল এবং খুরুশকুলের বিট কর্মকর্তা পরিচয় দেওয়া বন পহরি তরিকুল ইসলাম, এক গোয়ালের গরু।

বিশেষ রেঞ্জ কর্মকর্তা আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া ভাবে পাহাড় খেকুদের সাথে জড়িত থাকে।যার ফলে খুরুশকুলের পাহাড় কাটা দিন রাত নিয়মিত চলছে খুরুশকুলের পাহাড় খেকুদের সাথে হাত মিলিয়ে, অসহায় লেবার শ্রমিকদেরকে মামলা দেওয়ার জন্য পায়তারা চলছে প্রতিনিয়ত।যেন শাক দিয়ে মাছ ডাকা যায়।আমরা সাধারণ জনগন খুরুশকুলের পাহাড কাটা বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং দ্রুত পাহাড় কাটা বন্ধ না হলে আমরা খুরুশকুলের জনগন মানববন্দন করব,ওডিসি,এসিলেন্ড, এবং বন ও পরিবেশ অধিদপ্তরের মন্তর্নালয় বরাবর স্মারকলিপি প্রদান করিবো।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host