রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জের মাদ্রাসা ভবনে বিস্ফোরণ রহস্য উদঘাটন তিন নারী গ্রেফতার পলাতক মূল হোতা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত। কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪জন। ধোবাউড়ায় ইতিহাস গড়লেন হাতপাখার প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান। ডাকাতির প্রস্তুতিকালে রামদা, সুইচ গিয়ার চাকু ও কেচিসহ ৩ জন গ্রেফতার। কেরানীগঞ্জে ফলের আড়ৎ ও কেমিক্যাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা। লিডার আসছে…তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে কোতোয়ালি থানা যুবদলের পক্ষ থেকে ব্যানার,ফেস্টুন। আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০৪০ লিটার অবৈধ মদসহ গ্রেফতার ৩। নারায়ণগঞ্জে আবারও কি সন্ত্রাসের পুনরুত্থান?আন্ডারওয়ার্ল্ড ‘চম্পক’ ঘিরে জনমনে তীব্র প্রশ্ন কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ককটেলসহ ৪ ডাকাত গ্রেপ্তার।

খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত।

খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত।

ঢাকা, প্রতিনিধি:

খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে এক আলোচনা ও স্মরণসভা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর ঢাকা জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ-সালামের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি আহাম্মদ হোসেন মজুমদার ওরফে পীরজাদা লাতু মিয়া, গদীনশীন পীর, পাগলা শাহ দরবার শরিফ, পরশুরাম, ফেনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ। তিনি বলেন, “আহলে বাইতের শিক্ষা মানবতা, ন্যায় ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। সমাজ সংস্কার ও নৈতিকতা গঠনে এ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, পীর সাহেব, সাতগাছিয়া দরবার শরীফ, পটিয়া, চট্টগ্রাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা ড. আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর জীবন, ত্যাগ ও ইসলামী মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল কদ্বমি, সভাপতি, বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।
কনফারেন্সে বক্তারা মাজার ও দরগাহভিত্তিক আধ্যাত্মিক চর্চা রক্ষা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host