খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত।
ঢাকা, প্রতিনিধি:
খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে এক আলোচনা ও স্মরণসভা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর ঢাকা জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ-সালামের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি আহাম্মদ হোসেন মজুমদার ওরফে পীরজাদা লাতু মিয়া, গদীনশীন পীর, পাগলা শাহ দরবার শরিফ, পরশুরাম, ফেনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ। তিনি বলেন, “আহলে বাইতের শিক্ষা মানবতা, ন্যায় ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। সমাজ সংস্কার ও নৈতিকতা গঠনে এ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, পীর সাহেব, সাতগাছিয়া দরবার শরীফ, পটিয়া, চট্টগ্রাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা ড. আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর জীবন, ত্যাগ ও ইসলামী মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল কদ্বমি, সভাপতি, বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।
কনফারেন্সে বক্তারা মাজার ও দরগাহভিত্তিক আধ্যাত্মিক চর্চা রক্ষা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com