রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার ।

কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন।

কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

গ্রেফতারকৃত চাঁদাবাজরা।
কেরানীগঞ্জের হযরতপুর, শাক্তা ও রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আমজাদ হোসেন(৩৫), রমজান আলী(৩৫), নিস্তার আহমেদ রউফ(৫০), রাশেদ(৩৪) ও নাহিদ (২৪)) হোসেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন বেবী-সিএনজি স্ট্যান্ড, সড়ক ও নদী পথে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তরিকুল ইসলাম।

তিনি জানান, তারা প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা পুলিশ সচেষ্ট রয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host