কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
গ্রেফতারকৃত চাঁদাবাজরা।
কেরানীগঞ্জের হযরতপুর, শাক্তা ও রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আমজাদ হোসেন(৩৫), রমজান আলী(৩৫), নিস্তার আহমেদ রউফ(৫০), রাশেদ(৩৪) ও নাহিদ (২৪)) হোসেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন বেবী-সিএনজি স্ট্যান্ড, সড়ক ও নদী পথে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তরিকুল ইসলাম।
তিনি জানান, তারা প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা পুলিশ সচেষ্ট রয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com