শনিবার, ১০ মে ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

‘এতোদিন রোমান্টিক সজলকে দেখেছে এবার পাগল সজলকে দেখুক’

পাগল হয়ে পথে পথে ঘুরছেন এক অভিনেতা। প্রথম দেখায় কিছুটা চেনা চেনা লাগবে। ভালো করে খেয়াল করলে আরও পরিচিত লাগবে। আচমকা বলে উঠবেন আরে এতো আমাদের প্রিয় অভিনেতা সজল! হ্যা এই সজলই পাগল সেজেছেন চরিত্রের কারণে। সম্প্রতি রাজধানীর এয়ারপোর্ট এলাকার কাছে শেওরায় দেখা গেল এই পাগল সজলকে। একটি নাটকের শুটিং করছেন পাগল পাগল হয়ে। নাটকটির নাম ‘ভেলকি’।

গত কয়েক বছর ধরে এমন ব্যতিক্রমী চরিত্রগুলোতে বেছে বেছে কাজ করতে দেখা যাচ্ছে সজলকে। কিন্তু কেন? হুট করে রোমান্টিক চরিত্রের বাইরে গিয়ে এমন চরিত্রে কাজ করছেন? এমন প্রশ্ন জানতে চাওয়া হয় এ অভিনেতার কাছে। বিষয়টি নিয়ে সজল যুগান্তরকে বলেন, রোমান্টিক সজলকে তো দর্শকরা অনেকদিন দেখেছেন; এবার পাগল সজলকে দেখুক। আসলে মনে হয়েছে কাজ তো অনেক করছি। এখন এমন কিছু চরিত্রে কাজ করতে চাই যাতে দর্শকরা সজলকে নিয়ে নতুনভাবে চিন্তা করে।

সজল আরও বলেন, আসলে এ ধরনের চরিত্রে কাজ করলে দর্শকদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকা যায়। এতে করে সজলের আগের ইমেজ সংকটে পড়বে না? উত্তরে তিনি বলেন, আমি একজন অভিনেতা। অভিনয়টাই তো আমার বড় ইমেজ। আমি সেটাই করে যেতে চাই। দর্শকদের কাছে একজন রোমান্টিক সজল নয়, একজন অভিনেতা সজল হয়ে বেঁচে থাকতে চাই।

নাটকটি প্রসঙ্গে সজল বলেন, এর আগে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করলেও এমন পুরোপুরি মহল্লা কিংবা বস্তির নিরেট পাগলের চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। চরিত্রটি কষ্টের হলেও কাজ করে ভালো লেগেছে। এ জন্য আমাকে দাঁড়ি লাগাতে হয়েছে। পড়তে হয়েছে ময়লা জামা ও ছেঁড়া লুঙ্গি। বস্তিতে শুটিং হয়েছে নাটকটির। এলোমেলো লম্বা চুল। শীত নিবারণের জন্য চটের বস্তা দিয়ে শরীর ঢেকেছি। সব মিলিয়ে দারুন এক অভিজ্ঞতা। এমন সজলকে আগে কখনও দেখেনি দর্শক।

ভেলকি নাটকে সজলরের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নির্মাণ করছেন শরিফুল ইসলাম শামীম।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host