মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

শিশু নিরব হত্যার বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিশু শিক্ষার্থী নিরবসহ সকল হত্যা বিচার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবী জানানো হয়। ‘দ্বীপ হাতিয়ার সচেতন নাগরিক’ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি প্রিয় হাতিয়ায় রাজনৈতিক সহিংসতায় একের পর এক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে। এ থেকে রেহাই পাচ্ছেনা নারী, শিশু, শিক্ষক এমনকি বৃদ্ধরা। সম্প্রতি (১৫ এপ্রিল) চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মেশকাতুর রহমান নিরবকে নিজ গৃহে পড়ার টেবিলে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। যা জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করেছে। কিন্তু স্থানীয় প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নিরবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে হাতিয়াতে র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে এবং পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবে। বক্তারা আরও বলেন, সন্ত্রাস দমনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী ভূমিকা রয়েছে। কিন্তু দ্বীপ হাতিয়ায় একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে। কোনো সন্ত্রাসী গ্রফতার হচ্ছে না। দীর্ঘ নদী পথ অতিক্রম করে জেলা সদর থেকে র্যব এসে সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছনা।

এ জন্য হাতিয়ায় একটি স্থায়ী র্যাবের ক্যাম্প স্থাপনের দাবি করছি। সংগঠনের আহ্বায়ক এম এ এলাহী শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ ঢাকা শাখার আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, ছাত্রনেতা সালেহ উদ্দিন রনি, আমরা’র সভাপতি রহমত উল্যাহ, হাতিয়া ছাত্র ফোরামের সভাপতি সমির উদ্দিন, সাংবাদিক ছাইফুল ইসলাম মাছুম, উপকূল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রকিবুল হাসান রাকিব, হাতিয়া দ্বীপ সমিতির অর্থ সম্পাদক শরীফুল মাওলা শরীফ, জাকির হোসেন রনি প্রমুখ। ছবি: সামান্তা জোয়ার্দ্দার

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host