মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

বিদেশ যাবার টাকা দিয়ে প্রতারনার শিকার হলেন আতাউর

বিদেশ যাবার টাকা দিয়ে প্রতারনার শিকার হলেন আতাউর

ঝালকাঠি ১৩অক্টোবর ২০১৯: প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে অসহায়ের মত ঘুরে বেড়াচ্ছেন ঝালকাঠির আতাউর। বিদেশ থেকে ফেরত এসে টাকা ফেরত চাইতে গেলে তাকে দেয়া হচ্ছে নানা রকম ভয়ভীতি। টাকা পয়সা খুইয়ে গত দু’বছর ধরে তিনি মানবেতর জীবনযাপন করছেন।

এমন এক আদম বেপারীর নাম রবীন রহমান। রবিন ঢাকার ৩৪/সি, রোড নং-২, চানমিয়া হাউজিং, মোহম্মদপুর, ঢাকা-১২০৭ এর বাসিন্দা ও মৃত আবদুর রহমানের ছেলে। মোহাম্মদপুরের আর জে ট্রেডার্সের মালিক বলেও জানিয়েছেন আতাউর।

এক মাধ্যমে পরিচয়ের সূত্রধরে আতাউরকে ভাল বেতন ভাতার আশ্বাস দিয়ে পাপুয়া নিউগিনি নেয়ার প্রস্তাব দেন। কিছুদিন পরে তাকে নিউগিনিতে নিয়ে যান। সেখানে রবীন রহমানের পাইপোন হোং লিমিটেড নামে একটি কোম্পানীতে কাজ করেন আতাউর । এক পর্যায়ে আতাউরের ভিসা বাতিল হয়ে যায়। তখন আতাউর রবীন রহমানের স্মরনাপন্ন হন। তখন রবীন আতাউরকে নতুন কোম্পানী খুলে পুনুরায় পাপুয়া নিউগিনি নিয়ে আসার প্রলোভন দেখিয়ে অল্প ক’দিনের মধ্যে দেশে পাঠিয়ে দেন। পুনরায় নেয়ার জন্য রবিনের সাথে যোগাযোগ করলে আতাউরকে নেই নিচ্ছি বলে ঘুরাচ্ছে। অন্যদিকে তাকে ভয়ভীতি ও হুমকিও দিচ্ছে।

ঝালকাঠি শহরের ডাক্তারপট্টির বাসিন্দা আতাউর রহমান। এ ব্যাপারে বিচার চেয়ে পুলিশের ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আতাউর জানায়, গত বছর মে মাসে ঐ কোম্পানীতে তার পাওনা বকেয়া বেতন ছাড়া তাকে দেশে পাঠিয়ে দেন।

পুনুরায় পাপুয়া নিউগিনি যাবার জন্য রবিন রহমানকে গত বছর জুলাই মাসে ১১ লাখ টাকা প্রদান করেন। কিন্তু রবীন র্দীর্ঘ সময় পার হবার পরেও তাকে বিদেশ নিচ্ছেনা। বর্তমানে আতাউর আদম ব্যাপারী রবীনের খপ্পড়ে পড়ে সব কিছু খুইয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ ব্যাপারে রবিনের ব্যবহৃত ফোন নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host