সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

বিদেশ যাবার টাকা দিয়ে প্রতারনার শিকার হলেন আতাউর

বিদেশ যাবার টাকা দিয়ে প্রতারনার শিকার হলেন আতাউর

ঝালকাঠি ১৩অক্টোবর ২০১৯: প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে অসহায়ের মত ঘুরে বেড়াচ্ছেন ঝালকাঠির আতাউর। বিদেশ থেকে ফেরত এসে টাকা ফেরত চাইতে গেলে তাকে দেয়া হচ্ছে নানা রকম ভয়ভীতি। টাকা পয়সা খুইয়ে গত দু’বছর ধরে তিনি মানবেতর জীবনযাপন করছেন।

এমন এক আদম বেপারীর নাম রবীন রহমান। রবিন ঢাকার ৩৪/সি, রোড নং-২, চানমিয়া হাউজিং, মোহম্মদপুর, ঢাকা-১২০৭ এর বাসিন্দা ও মৃত আবদুর রহমানের ছেলে। মোহাম্মদপুরের আর জে ট্রেডার্সের মালিক বলেও জানিয়েছেন আতাউর।

এক মাধ্যমে পরিচয়ের সূত্রধরে আতাউরকে ভাল বেতন ভাতার আশ্বাস দিয়ে পাপুয়া নিউগিনি নেয়ার প্রস্তাব দেন। কিছুদিন পরে তাকে নিউগিনিতে নিয়ে যান। সেখানে রবীন রহমানের পাইপোন হোং লিমিটেড নামে একটি কোম্পানীতে কাজ করেন আতাউর । এক পর্যায়ে আতাউরের ভিসা বাতিল হয়ে যায়। তখন আতাউর রবীন রহমানের স্মরনাপন্ন হন। তখন রবীন আতাউরকে নতুন কোম্পানী খুলে পুনুরায় পাপুয়া নিউগিনি নিয়ে আসার প্রলোভন দেখিয়ে অল্প ক’দিনের মধ্যে দেশে পাঠিয়ে দেন। পুনরায় নেয়ার জন্য রবিনের সাথে যোগাযোগ করলে আতাউরকে নেই নিচ্ছি বলে ঘুরাচ্ছে। অন্যদিকে তাকে ভয়ভীতি ও হুমকিও দিচ্ছে।

ঝালকাঠি শহরের ডাক্তারপট্টির বাসিন্দা আতাউর রহমান। এ ব্যাপারে বিচার চেয়ে পুলিশের ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আতাউর জানায়, গত বছর মে মাসে ঐ কোম্পানীতে তার পাওনা বকেয়া বেতন ছাড়া তাকে দেশে পাঠিয়ে দেন।

পুনুরায় পাপুয়া নিউগিনি যাবার জন্য রবিন রহমানকে গত বছর জুলাই মাসে ১১ লাখ টাকা প্রদান করেন। কিন্তু রবীন র্দীর্ঘ সময় পার হবার পরেও তাকে বিদেশ নিচ্ছেনা। বর্তমানে আতাউর আদম ব্যাপারী রবীনের খপ্পড়ে পড়ে সব কিছু খুইয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ ব্যাপারে রবিনের ব্যবহৃত ফোন নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host