সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

প্রধানমন্ত্রী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী কে মাদক নির্মূলের চ্যালেঞ্জ দিলেন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘জনগণের সম্পৃক্ততা ছাড়া জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস দমন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যখন আমাকে র‌্যাংক পরিয়েছিলেন তখন তিনি মাদক নির্মূলের বিষয়ে বলেছিলেন যে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি সে অনুযায়ী কাজ করছি।’

বৃহস্পতিবার বিকালে বরিশাল রেঞ্জ পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন এ দেশে উৎপাদন হয় না। এসব সীমান্ত থেকে বিভিন্ন পর্যায় পাড়ি দিয়ে দেশে আসছে, পরিবহন হচ্ছে এবং ক্রেতার কাছে যাচ্ছে। তাই সেসব জায়গা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ না করে মাদক নির্মূল করা সম্ভব নয়।

‘যতদিন মাদকের চাহিদা থাকবে ততদিন সরবরাহের চেষ্টা করা হবে। মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে সুস্থ করতে পারলে মাদকের চাহিদা যেমন কমবে তেমনি সরবরাহ হ্রাস পাবে। এতে ধীরে ধীরে বাংলাদেশ থেকে মাদক নির্মূল হবে,’ যোগ করেন পুলিশ প্রধান।

জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের উচিৎ সন্তান কী করছে, কার সাথে মিশছে তা খেয়াল রাখা। পুলিশের একার পক্ষে নজর রাখা সম্ভব নয়। আপনাদের সন্তান যদি বিপথগামী হয় তাহলে আমাদের জানান। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’

পুলিশ বাহিনীর অবদান নিয়ে আইজিপি বলেন, সম্প্রতি নানা সহিংসতা ও জঙ্গিবাদের কারণে আমাদের ১৭ সহকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার সদস্য। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এরপরও আমরা হারিনি। আমরা আগুন সন্ত্রাস থেকে গণতন্ত্রকে রক্ষা করেছি। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। আরো কঠোর হচ্ছি।

বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন- সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ, বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহাফুজুর রহমান, জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host