বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশা

উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশা।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া,চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর রাজাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সংস্কার না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মনির হোসেন বলেন, “রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয়ভাবে কিছু সংস্কারের চেষ্টা করেছি, কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। সরকারিভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

ঢাকা বিল্ডিং কন্ট্রাক্টর” মোহাম্মদ লিটন মিজি বলেন, “বিদ্যালয়ে প্রতিদিন শত শত শিশু যায়। কিন্তু রাস্তাটির করুণ অবস্থার কারণে তারা ভোগান্তিতে পড়ে। এটি খুবই দুঃখজনক।”

যুব নেতা মোহাম্মদ মহসিন মিয়া বলেন, “কয়েক যুগ ধরে আমরা রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

বর্তমানে এখন টেলিভিশন কর্মরত রাকিব হোসেন মিজি বলেন, “মিডিয়ায় কাজ করার সুবাদে আমি দেশের নানা জায়গা ঘুরেছি। কিন্তু নিজের গ্রামের এই রাস্তাটির দুর্দশা এখনো কাটেনি। এটি আমাদের জন্য লজ্জার বিষয়।”

ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিজি বলেন, “আমরা গ্রামের উন্নয়নে সবসময় পাশে আছি। কিন্তু শুধু ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তার সংস্কার সম্ভব নয়। সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন।”

স্থানীয় তরুণ সোহেল মিজি বলেন, “এই রাস্তায় প্রতিদিন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এমনকি রোগীকে নিয়ে হাসপাতাল যাওয়াও কষ্টকর হয়ে দাঁড়ায়।”

হাফেজ মোঃ সাইফুল মিয়াজী বলেন, “বিদ্যালয়মুখী শিশুদের কথা ভেবে হলেও এই রাস্তার সংস্কার জরুরি। ছোট ছোট বাচ্চারা প্রতিদিনই কাদা ও গর্ত এড়িয়ে স্কুলে যেতে বাধ্য হয়।”

এলাকার জনপ্রতিনিধিরা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

এলাকাবাসী অবিলম্বে রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host