শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

টাকা না দেয়ায় রাজধানীতে এক নবজাতককে হত্যা করলো হিজলারা

টাকা না দেয়ায় রাজধানীর যাত্রাবাড়িতে ১৫ দিনের এক শিশুকে হত্যা করলো হিজলারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শনি আখড়ার শেখদীতে ঘটনাটি ঘটেছে।

দুপুরে বাসায় কেউ যখন ছিল না তখন হিজলাড়া বাসায় আসে। বাসায় বাচ্চাটির মা একা ছিলো, সে কথা বলতে পারে না।

হিজলাড়া বাসায় এসে টাকা দাবী করলে মহিলাটা দিতে পারে নাই। পরে হিজলারা টাকা না দেয়ায় বাচ্চাটিকে গোসল খানায় ফেলে দিয়ে বাচ্চার মাকে ঘরে বন্দী করে রেখে যায়।

পরে বাসায় শব্দ পেয়ে লোকজন এসে ঘর খুলে মাকে উদ্ধার করে এবং গোসল খানায় বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিক্ষুব্ধ জনতা পরে এলাকা ঘেড়াও করে ১ হিজলাকে আটক করে।

আজকে দুপুরে আনুমানিক প্রায় একটার দিকে ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ীর শনি আখড়ার শেখদী এলাকায়। দুপুরে যখন কেউ বাসায় ছিলোনা তখন হিজলারা বাসায় আসে। আর তখন বাচ্চার মা বাসায় একা ছিলো। এইখা বলে রাখা ভালো বাচ্চার মা একজন বোবা

হিজলারা বাসায় এসে টাকা দাবী করে। আর টাকা না দিলে মাকে বেধে বাচ্চাকে টয়লেটের বালতিতে উপুড় করে ফেলে তালা মেরে চলে যায়।

পরে শব্দ পেয়ে লোকজন ঘর থেকে মাকে উদ্ধার করে আর গোসল খানায় মৃত অবস্থায় বাচ্চাটিকে পাওয়া যায়।

বাচ্চার বাবা বাসায় এসে কান্নায় ভেঙে পরে।

বিক্ষুব্ধ জনতা পরে এলাকা ঘেড়াও করে ১ হিজলা কে আটক করে।

আরো পড়ুন : শিশু ধর্ষনের মূল্য আড়াই লাখ

মোঃ মাসুদ।

সুত্র: সাইবার ৭১

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host