সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

কেরানীগঞ্জে পাওনা টাকা চাইলে মেরে ফেরার হুমকি আপন ভাসুর,ও ঝাল এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ছোট ভাইয়ের স্ত্রীর।

কেরানীগঞ্জে পাওনা টাকা চাইলে মেরে ফেরার হুমকি আপন ভাসুর,ও ঝাল এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ছোট ভাইয়ের স্ত্রীর।

নিজস্ব প্রতিবেদ:

কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের। ঢাকা জেলা কেরানীগঞ্জ দক্ষিণ থানাধীন আব্দুল্লাহ পুর মালিভিটা এলাকার ইদ্রিস ফকির বাড়িতে গত ৩০ জুলাই বিবাদী ১বাবুল মিয়া,২,সহিতুন্নেছা,৩,কানা শান্ত,৪,একিন সহ অজ্ঞাত নামা ৬/৭ জন মিলে প্রবাসী আসগর আলীর স্ত্রী হেলেনা বেগম কে বেদর মারধর করে স্বর্ণাংকার ও নগদ টাকা নিয়ে যায়।এই ঘটনায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এ আমলী আদালতে মামলা দায়ের করেন। হেলেনা বেগম।

মামলার বিবরনীতে জানা যায়। বিগত ২০/৩/ ২০১৯ সালে বিবাদী বাবুল ও তার স্ত্রী সহিতুন্নেছা তাদের বড় ছেলে শাকিল কে সৌদি আরব পাঠানোর জন্য ৫ লক্ষ টাকা ধার নেন হেলেনা বেগমের কাছ থেকে তিন মাস পর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আজও পাওনা টাকা ফেরত দেননি।হেলেনা বেগম পাওনা টাকা চাইলে দেই দিচ্ছি করে বিবাদী বাবুল ঘুরাঘুরি করেন।
গত ৩০ জুলাই বাদীনী হেলেনা বেগম পাওনাকৃত টাকা চাইলে বিবাদী বাবুল, তার স্ত্রী সহিতুন্নেছা ছেলে কানা শান্ত ও একিন সহ অজ্ঞাত ৬/৭ মিলে বাদীনীর ঘরে জোরপূর্বক ঢুকে চুলের মুঠি ধরে মারধর করে। গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন, আট আনা ওজনের ,কানের দুল ও চাবী দিয়ে আলমারী থেকে ৫ ভরি ওজনের স্বর্নাংকার ও নগদ ৭৫.০০০ পচাত্তর হাজার টাকা নিয়ে চলে যায়।পরের দিন এগুলো চাইতে গেলে বিবাদীরা বাদীনী তার সন্তানদের প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।এ ব্যাপারে কেরানীগঞ্জ দক্ষিন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে জিডি নিয়ে বিদায় করে দেন। হেলেনা বেগম কে
আজ ৯;ই আগস্ট হেলেনা বেগম বাদী হয়ে বাবুলও তার স্ত্রী সহিতুন্নেছা ও তার দুই ছেলে কানা শান্ত ও একিন সহ অজ্ঞাত ৬/৭ জন কে বিবাদী করে চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট মো: মোস্তাফিজুর রহমানের আমলী আদালত ১ এ মামলা দায়ের করেন।আদালত মামলা টি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআই কে প্রেরন করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host