শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

কেরানীগঞ্জে পাওনা টাকা চাইলে মেরে ফেরার হুমকি আপন ভাসুর,ও ঝাল এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ছোট ভাইয়ের স্ত্রীর।

কেরানীগঞ্জে পাওনা টাকা চাইলে মেরে ফেরার হুমকি আপন ভাসুর,ও ঝাল এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ছোট ভাইয়ের স্ত্রীর।

নিজস্ব প্রতিবেদ:

কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের। ঢাকা জেলা কেরানীগঞ্জ দক্ষিণ থানাধীন আব্দুল্লাহ পুর মালিভিটা এলাকার ইদ্রিস ফকির বাড়িতে গত ৩০ জুলাই বিবাদী ১বাবুল মিয়া,২,সহিতুন্নেছা,৩,কানা শান্ত,৪,একিন সহ অজ্ঞাত নামা ৬/৭ জন মিলে প্রবাসী আসগর আলীর স্ত্রী হেলেনা বেগম কে বেদর মারধর করে স্বর্ণাংকার ও নগদ টাকা নিয়ে যায়।এই ঘটনায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এ আমলী আদালতে মামলা দায়ের করেন। হেলেনা বেগম।

মামলার বিবরনীতে জানা যায়। বিগত ২০/৩/ ২০১৯ সালে বিবাদী বাবুল ও তার স্ত্রী সহিতুন্নেছা তাদের বড় ছেলে শাকিল কে সৌদি আরব পাঠানোর জন্য ৫ লক্ষ টাকা ধার নেন হেলেনা বেগমের কাছ থেকে তিন মাস পর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আজও পাওনা টাকা ফেরত দেননি।হেলেনা বেগম পাওনা টাকা চাইলে দেই দিচ্ছি করে বিবাদী বাবুল ঘুরাঘুরি করেন।
গত ৩০ জুলাই বাদীনী হেলেনা বেগম পাওনাকৃত টাকা চাইলে বিবাদী বাবুল, তার স্ত্রী সহিতুন্নেছা ছেলে কানা শান্ত ও একিন সহ অজ্ঞাত ৬/৭ মিলে বাদীনীর ঘরে জোরপূর্বক ঢুকে চুলের মুঠি ধরে মারধর করে। গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন, আট আনা ওজনের ,কানের দুল ও চাবী দিয়ে আলমারী থেকে ৫ ভরি ওজনের স্বর্নাংকার ও নগদ ৭৫.০০০ পচাত্তর হাজার টাকা নিয়ে চলে যায়।পরের দিন এগুলো চাইতে গেলে বিবাদীরা বাদীনী তার সন্তানদের প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।এ ব্যাপারে কেরানীগঞ্জ দক্ষিন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে জিডি নিয়ে বিদায় করে দেন। হেলেনা বেগম কে
আজ ৯;ই আগস্ট হেলেনা বেগম বাদী হয়ে বাবুলও তার স্ত্রী সহিতুন্নেছা ও তার দুই ছেলে কানা শান্ত ও একিন সহ অজ্ঞাত ৬/৭ জন কে বিবাদী করে চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট মো: মোস্তাফিজুর রহমানের আমলী আদালত ১ এ মামলা দায়ের করেন।আদালত মামলা টি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআই কে প্রেরন করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host