সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক আজকের পত্রিকা কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ নাজিম উদ্দীন ইমনের সঞ্চালনায়।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মোঃ রেজাউল করিম হিরা।
শুভেচ্ছা বক্তব্যদেন বাংলাদেশের খবর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ এরশাদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যদেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক রায়হান খান, সাবেক সভাপতি আব্দুল গনি,সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রতন। এছাড়া বাসস এর কেরানীগঞ্জ প্রতিনিধি হাজি মোস্তফা কামাল, মোহনা টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক সংবাদের কেরানীগঞ্জ প্রতিনিধি মো. বিপ্লব হোসেন ও আনন্দ টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি এম.আশিক নূর বক্তব্য রাখেন।
এসময় অন্যন্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোরের ডাক ও পাক্ষিক বুড়িগঙ্গা পত্রিকার সাংবাদিক ইউসুফ আলী, প্রতিদিনের সংবাদ পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি লিটন খান, দেশ রুপান্তর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, আমার সংবাদ পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি সামসুল ইসলাম সনেট, জিটিভি কেরানীগঞ্জ প্রতিনিধি সোহরাওয়ার্দি শ্যামল , দৈনিক ভোরের সময় প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ইমুসহ অন্যরা।