বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন স্কুল এর শিক্ষক আটক। কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনভা অনুষ্ঠিত।  কেরানীগঞ্জে নোংরা পরিবেশে ভেজাল চকলেট–লজেন্স আচার উৎপাদন: অনুমোদনহীন কারখানায় শিশু শ্রমের অভিযোগ। কেরানীগঞ্জে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা-সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নতুন মৌলিক গান “বশীকরণ তাবিজ” নিয়ে আবারও আলোচনায় কণ্ঠশিল্পী রাকা পপি নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গেন্ডারিয়া এলাকার বিপিনরায় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন। শনিবার সকালে অনুষ্ঠিত এ মানবিক কার্যক্রমে প্রায় ২ শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও দৈনিক মানবকণ্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সাংবাদিক আল বারু মুস্তাকিম নিবিড়। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন শিপন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আবিড়, উপদেস্টা মোতালেব টিটু ও আরিফুর পান্না, ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাংবাদিক মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নার্গিস জুই, দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক গাজী ফয়সাল তনু, সৈয়দ মাহবুবুর রহমান, এবং পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সাংবাদিক জুবায়ের রাকেশ, আবু ইউসুফ, যুবরাজ, খন্দকার জুয়েল, পাভেল, রাজ, আরেফিন নিবিড়সহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এবং জুলাই বিপ্লব সমর্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সিনিয়র সাংবাদিক আল বারু মুস্তাকিম নিবিড় তাঁর সদ্য প্রয়াত স্ত্রী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠা করেন ‘সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন’। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে তাদের শিশু সন্তান মুহাম্মাদও অতিথিদের সঙ্গে শীতবস্ত্র বিতরণে অংশ নেয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী মাসের প্রথম দিন থেকে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে মা ও শিশুদের জন্য প্রতিদিন স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম চালু হবে।

মানবিক সেবার মাধ্যমে প্রয়াত সূচনা আক্তারের স্মৃতিকে ধারণ করে সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host