রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শুভাঢ্যার (১,২,৩) সংরক্ষিত আসনে জনপ্রিয়তার শীর্ষে (মাইক মার্কার) মহিলা মেম্বার প্রার্থী গাজী রাবেয়া ডিপটি।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
আগামী ২৮শে নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের (সংরক্ষিত আসনে) মহিলা মেম্বার পদপ্রার্থী গরীব-দুঃখী মেহনতি মানুষের আশ্রয়স্থল, মানবিক নারী গাজী রাবেয়া ডিপটি জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন।
শুক্রবার ১৯ নভেম্বর বিকেলে শুভাঢ্যা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের দিঘির পাড়, বিলকাঠরিয়া, শুভাঢ্যা পশ্চিম পাড়া, উত্তর পাড়া, মধ্যেপাড়া, হাবিবনগর, মসজিদ পাড়া, শুভাঢ্যা পূর্বপাড়া, বেগুন বাড়ি, বেবি স্ট্যান, জিয়ানগর, ঝাউবাড়ি, জঙ্গলবাড়ি, সাবান ফ্যাক্টরী, দেওয়ানবাড়ি, কামার পাড়া, নাজিরাবাগ, কালিবাড়ি, মধ্যে চুনকুটিয়া, পশ্চিম আটিপাড়া এলাকায় শোভা যাত্রাটি একটি বিশাল মিছিল নিয়ে ওয়ার্ডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
এবারের নির্বাচনে তার প্রতিক (মাইক)।
ইতিমধ্যে তিনি তাহার সংরক্ষিত আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রতীকের শোভাযাত্রা ও পথসভা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী’রা জানান, গাজী রাবেয়া ডিপটি একজন সৎ, যোগ্য ও আদর্শবান নারী। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় প্রচারবিমূখ হয়ে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এলাকাবাসীর ভাগ্য উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিত।
তাছাড়াও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূখী কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সবসময় ছুটে যান। তিনি একজন জন-প্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।
তাই আসন্ন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবিকা গাহী রাবেয়া ডিপটি কে ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে দেখতে চাই ঐ এলাকার মানুষ।
এক সাক্ষাতকারে মেম্বার পদপ্রার্থী গাজী রাবেয়া ডিপটি বলেন, আমার জীবন শুরু সাধারণ মানুষের সেবা দিয়ে। আমি অতিতেও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যৎও থাকবো ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আমাকে যদি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করে প্রথমে এই অবহেলিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের সকল রাস্তা-ঘাট সহ সাধারণ মানুষের ভাগ্যে উন্নয়নে পরিবর্তন ঘটাবো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও অব্যাহত থাকবে। এই ওয়ার্ডকে একটি আধুনিক রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো ইনশা-আল্লাহ্।
শুভাঢ্যা ইউনিয়নের ১, ২, ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী গাজী রাবেয়া ডিপটির বিকল্প নেই। উনি ইউপি নির্বাচনে (মাইক মার্কায়) বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হবেন এবং জনগনের জন্য আদর্শিক প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন, এমনটাই প্রত্যাশা বিশিষ্ট জনদের।