বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও। তরুণ ক্রিকেটারদের পাশে এনআরবি ব্যাংক পিএলসি

শাহমাহমুদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে চাল বিক্রি।

শাহমাহমুদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে চাল বিক্রি।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও চাঁদপুর সদর খাদ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির আওতায় ডিলার মাহবুব গাজী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুমাড়ডুগি এলাকায় চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় ৫১৬ জন নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল (মোট ৪৫০ টাকা) বিক্রি করা হয়।

বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আকন্দ রোকন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখা, ওজনে কম দেওয়া হচ্ছে কি না বা অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশও দায়িত্ব পালন করে।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মোসারফ হোসেন কারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজান পাটোয়ারী, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহির বেপারী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজীসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host