শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
রমনায় এক স্কুল ছাত্র নিখোঁজ।
নিজস্ব প্রতিবেদক।
মতিঝিল এলাকার বাসিন্দা ইমরুল আলম প্রবাল (১৬) গত ১৬ জানুয়ারি, শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে সিদ্ধেশ্বরী জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরত আসেনি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইমরুল আলম প্রবাল মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার পিতার নাম এডভোকেট মোহাম্মদ আলম এবং মাতার নাম সেনোয়ারা বেগম।
পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
কেউ যদি ইমরুল আলম প্রবালের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
এডভোকেট মোহাম্মদ আলম
📞 ০১৬২৬-১৮২৭৩২
নিখোঁজ কিশোরটিকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।