শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে:সাভারে বিএমএসএফ নেতৃবৃন্দ

মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে:সাভারে বিএমএসএফ নেতৃবৃন্দ

সাভার ১ ডিসেম্বর ২০১৯: মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে এ দেশের জনগন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ্য হয়ে পাকহানারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধারা, লড়াই করে দেশ স্বাধীন করেছেন। যার কারনে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
বিএমএসএফ ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিজয়ের মাসের প্রথম দিনে রবিবার সন্ধ্যায় সাভার ও আশুলিয়া থানা কমিটির উদ্দ্যেগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাভার থানা কমিটির আহবায়ক কামরুজ্জামান।
বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সম্পাদক এস এম জীবন, কেন্দ্রীয় সদস্য এম এ আকরাম, কবির নেওয়াজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুর হোসেন, আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক মৃধুল ধর ভাবন, সাখাওয়াত হোসেন, ইউসুফ আলী খান, শিফাত মাহমুদ ফাহিম প্রমুখ।

বিজয় মাসের প্রথম দিনে সাভারসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিএমএসএফ’র আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন জেলা উপজেলা কমিটি মহান বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এদিকে গাজীপুর,নরসিংদী,পাবনা,ঝালকাঠি শরীয়তপুর,বরিশাল,শ্রীপুর,কুড়িগ্রাম,রাজশাহী, লালমনিরহাট, চট্টগ্রাম ও চট্টগ্রাম দক্ষিণ, বাঁশখালী, পটিয়া,শ্রীমঙ্গল ছাতক, মৌলভীবাজার,কক্সবাজার, মাধবদী,নীলফামারী,নলছিটি, রাজাপুর,বাগেরহাট পাইকগাছা শাখা কমিটির আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এসময় বক্তারা সাংবাদিকদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host