রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বিএনপি জনগণের দল, জনগণের চাওয়াই আমাদের পথপ্রদর্শক…শেখ ফরিদ আহম্মেদ মানিক কেরানীগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পুরান ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের প্রসব বেদনায় ভূগছে — গয়েশ্বর। চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে জুলুশ অনুষ্ঠিত। অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ হচ্ছে মাদক .চাঁদপুর পুলিশ সুপার রকিব উদ্দিন চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নামে চাঁদাবাজি: গ্রেফতার ৩ জন। কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি জনগণের দল, জনগণের চাওয়াই আমাদের পথপ্রদর্শক…শেখ ফরিদ আহম্মেদ মানিক

বিএনপি জনগণের দল, জনগণের চাওয়াই আমাদের পথপ্রদর্শক…শেখ ফরিদ আহম্মেদ মানিক।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৪, ৫ ও ৮নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মা-বোনদের সংখ্যা যেখান বেশি, বুঝা যায় সেখানে ধানের শীষের জনপ্রিয়তাও বেশি। আপনারা দেখছেন অনেকগুলো দল তালবাহানা করছে। আমি বুঝি বাংলাদেশ গনতান্ত্রিক দেশ। বাংলাদেশ গনতন্ত্রের এবং ভোট প্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, নতুন আসবে পুরাণ যাবে। এর বাহিরে আমরা কিছু বুঝি না। বিএনপি জনগণের দল, জনগণ যা চায় খালেদা জিয়া ও তারেক রহমান তাই চায়।

তিনি আরো বলেন, সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে, কেউ তাকে বাঁধা দিবে না এবং তার ভোটার স্লিপ কেড়ে নিবে না এটাই সাধারণ জনগণ চায়। সেই দাবীতে বিএনপি অনড়। আমরা কোন পিআর পদ্বতি চাই না। ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আপনারা বার বার বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আপনাদের অনেক কাজ রযেছে। সুতরাং আগামী ৪/৫ মাস আপনাদের অনেক কাজ করতে হবে। তার মধ্যে প্রথম কাজ হলো বিএনপির নেতা-কর্মীরা কারো সাথে খারাপ আচরণ করবেন না। কারো নামে যেন কোন ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও মাদকের সাথে সংশ্লিষ্টতা না শুনি। যদি কারো নামে কোনো অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসুচিতে প্রদান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন মাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক হোসেন মৃধা প্রমূখ।

আশিকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজির সভাপতিতে ও সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন এর সঞ্চারনায়, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আক্তার হোসেন সাগর, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, সদস্য শরীফ আহমেদ খান, মোহাম্মদ আলী খান, বরকত উল্যাহ খান, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মো. পারভেজ খানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host