শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
oplus_32 ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

নিজস্ব প্রতিবেদক মোঃ ইমরান হোসেন ইমুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য প্রয়োজনে আবারও জীবন দেবে শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু’র পরিবার বলে মন্তব্য করেন প্রয়াত শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু’র ছোট ভাই আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
আজ ঢাকা – ৭ আসনের অন্তর্গত লালবাগ থানার বকশিবাজার বোর্ড অফিস এলাকা থেকে শুরু করে চকবাজার হয়ে চানখাঁরপুল সহ বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাবেক সাংসদ শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু’র সহোদর ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নতুন করে পরিচয় দেয়ার কেন প্রয়োজন নেই আমার বড় ভাই শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু দলের জন্য অনেক ত্যাগ শিকার করে গেছেন, বিএনপি আমাদের অনেক কিছুই দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে ঢাকা ৭ আসন থেকে মনোনয়ন দেন ইনশাআল্লাহ আমিও এর প্রতিদান দিবো ইনশাআল্লাহ,প্রয়োজন হলে পিন্টু পরিবার বিএনপির জন্য আবারও জীবন দেবো ,আমরা বিএনপি হয়ে জন্মেছি বিএনপি হয়েই মরবো, যদি দল আমাকে মনোনয়ন দেন ইনশাআল্লাহ ঢাকা থেকে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে মাধ্যমে ধানের শীষ কে বিজয়ী করে উপহার দিবো।
তিনি আরও বলেন দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, আশা করি খুবই শীঘ্রই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে সকল ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে আগামীর রাষ্ট্র নায়ক হিসেবে বাংলাদেশ পরিচালনা করবেন, আপনার সবাই বাংলাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান সহ আমার বড় ভাই সাবেক সাংসদ শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু’র জন্য এবং ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার জন্যেও সবাই দোয়া করবেন,যাতে করে ঢাকা ৭ আসন থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকের বিজয় উপহার দিয়ে শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি এবং এই ঢাকা ৭ আসনে কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ডিজিটাল ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে পারি