শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
চাঁদপুর শহর পাবলিক টয়লেট, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে গোলটেবিল বৈঠক।
চাঁদপুর পৌর এলাকায় ৬টি পাবলিক টয়লেট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে
——- চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া
মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।। চাঁদপুর শহরে পাবলিক টয়লেট : স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় গোলটেবিল বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী, সাংবাদিক, এসসিপি, গনঅধিকার পরিষদ, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া।
তিনি বক্তব্যে বলেন, আমার সৌভাগ্য আমি সরকারি চাকরি করি। পাশাপাশি জনপ্রতিনিধির কাজ করে থাকি। এখানে না বসলে আমি বুঝতে পারতাম না জনপ্রতিনিধিরা কিভাবে কাজ করেন। চাঁদপুর পৌর এলাকায় ৬টি পাবলিক টয়লেট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাঁদপুর পৌরসভার জায়গা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। শহরের কালীবাড়িতে রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণ করতে চেয়েছিলাম, তবে রেলওয়ে সেখানে পাবলিক টয়লেট করতে বাঁধা দিয়েছে। শহরের শহীদ মিনারের পিছনে পাবলিক টয়লেট করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু সেটা অনেক দূরে হয়ে যাওয়াতে সেখানে আর হচ্ছে না।
তিনি আরো বলেন, শহরের ছায়াবানী মোড়ে একটি পাবলিক টয়লেট করা হবে। শহরের ওয়ারলেসের মোড়ে সড়কের জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে। পাল বাজার ব্রীজের গোড়ায় একটি পাবলিক টয়লেট করা হবে। শহরে ছয়টি নতুন রাস্তার কাজ হয়েছে। পর্যায়ক্রমে অসমাপ্ত বাকি রাস্তার কাজগগুলো করা হবে।
ম্যাপ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উল্যাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাড.শাহজাহান মিয়া, এনসিপি চাঁদপুরের প্রধান সমন্বয়কারী মোঃমাহাবুব আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ম্যাফের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, চাঁদপুর গন অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ঢাকা অফিসের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা এইচ চৌধুরী।
চাঁদপুরে পাবলিক টয়লেট প্রসঙ্গে আলোচনা করেন, অ্যাড. মনিরা চৌধুরী ও জেলা গন অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। ম্যাপের কার্যক্রমের উপর উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
মূল প্রবব্ধ পাঠ করেন ম্যাপের সদস্য অ্যাড. ফারজানা রোজী। সভা পরিচালনা করেন পৌর মহিলাদলের সম্পাদিকা ও ম্যাফের দপ্তর সম্পাদিক নাহিদা সুলতানা সেতু, ম্যাপের সদস্য সামিউল প্রধান ও সাইফুর রহমান।
এসময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল, পিপি অ্যাড. কৌহিনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা কৃষকদলের সভাপতি ও ম্যাফের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা অ্যাড. শিরিণ আক্তার সুপ্তা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
যুক্তরাজ্যের এফসিডিও -এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই গোল টেবিল বৈঠকে সহায়তা করে।
ক্যাপশান।। চাঁদপুর শহর পাবলিক টয়লেট, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া।
ক্যাপশান ২।। চাঁদপুর শহর পাবলিক টয়লেট, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে গোলটেবিল বৈঠক সভাপতির বক্তব্য রাখন ম্যাপ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।