শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত।
মুহাম্মদ বাদশা ভূঁইয়া।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শহরের নতুনবাজার মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ১১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। এদেশে বৈষম্যের কোনো স্থান থাকবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার আনতে হবে। জনগণের একটাই দাবি—পি.আর. পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, শহর সেক্রেটারি মাওলানা শেখ মো. বেলায়েত হোসেন, বিশিষ্ট সমাজসেবক এস.এ.এম. মিজানুর রহমান ও আব্দুস শুক্কুর মোস্তান।
ওয়ার্ড জামায়াতের আমীর অধ্যাপক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শরীফ খানের সঞ্চালনায় স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।