শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাংলাদেশ গণতন্ত্রের প্রসব বেদনায় ভূগছে — গয়েশ্বর। চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে জুলুশ অনুষ্ঠিত। অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ হচ্ছে মাদক .চাঁদপুর পুলিশ সুপার রকিব উদ্দিন চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নামে চাঁদাবাজি: গ্রেফতার ৩ জন। কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলার মাটিতে আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নাই ——- আমান। ৯ নং বালিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত। খালেদা জিয়া সুস্থ মানে গণতন্ত্র সুস্থ গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া,,, গয়েশ্বর চন্দ্র রায়।

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে জুলুশ অনুষ্ঠিত।

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে জুলুশ অনুষ্ঠিত।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।।
চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.)’র ১৫০০ বছর পূর্তি উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা -এর উদ্যোগে এক বর্ণাঢ্য নদী পথে জুলুশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড লঞ্চঘাট থেকে এ জুলুশের সূচনা হয়।

এ সময় নদীপথে নৌবহর শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদে মিলাদুন্নবী (সা.)’র আনন্দ ও মাহাত্ম্য উদযাপন করেন। বর্ণিল সাজে সজ্জিত নৌযানগুলোতে ধর্মীয় স্লোগান, পতাকা ও আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল রফিকুল ইসলাম আত্তারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার দায়িত্বশীল আব্দুল মুনাফ, ফরিদগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা হোসেন আত্তারি এবং কচুয়া উপজেলা শাখার দায়িত্বশীল আহসান হাবীব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ হোসেন মিঠু, জুয়েল রানা, নূর মোহাম্মদ আরেফিন, মোঃ আওলাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীও এ জুলুশে অংশগ্রহণ করেন।

নদী পথে জুলুশ ঘিরে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host