সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে ৫০তম সমবায় দিবস পাল,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই শ্লোগানে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে এই উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলায় পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে কিছু ভুঁইফোড় সমবায় সমিতি সভায় রেজিস্ট্রেশন নিয়ে মাল্টিপারপাস পরিচালনা করে দিন আনে দিন খায় এই ধরনের সাধারণ গরিব মানুষের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তাই সমবায় সমিতির রেজিস্ট্রেশন দেয়ার আগে বিশেষভাবে যাচাই-বাছাই করতে হবে।
এতে অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন,
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ, যুগ্মসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,
মুনসিটি ২ সমবায় সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুর রশীদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।