বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

কেরানীগঞ্জে শিশু অপহরণের পর হত্যার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

ইমরান হোসেন ইমু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ মীরেরবাগ এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্র সোহাগ (১১)কে অপহরণের পর হত্যার প্রতিবাদে স্কুলে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় লোকজন ঘাতকের ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে।

গত শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মীরেরবাগ এলাকায় ওরিয়েন্ট টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণি মেধাবী ছাত্র সোহাগ হত্যার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর মানববন্ধন করে। এসময় সোহাগের ঘাতক শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান।

শিক্ষার্থী মো. জাকারিয়া বলেন, আমার বন্ধুকে হারিয়েছি। চোখের সামনে ওর লাশ দেখে ভুলতে পারছিনা। ওর কথা বার বার মনে পরে। স্কুলে আসতে ভয় পাই। আমরা ওর ফাঁসি চাই।

নিহতের বাবা ইদ্রিস আলী বলেন, আমার সন্তান কি দোষ করেছে। তরতাজা ছেলের লাশ দেশে স্ত্রী পরিবার বর্গ বারবার জ্ঞান হারিয়ে ফেলে। ওর কথা মনে পরলে মরে যেতে ইচ্ছা করে। আমরা ও ফাঁসি চাই ।

ওরিয়েন্ট টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থীদের এভাবে হত্যা করা হলে দেশে মেধা শূণ্য হয়ে যাবে। আমরা ঘাতক শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

উল্লেখ্য,গত সোমবার সকল ১১টায় মীরেরবাগ এলাকার ওরিয়েন্ট টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণি ছাত্র স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। অপহরণের পরই মোবাইলে শাহীন সোহাগের বাবা কাছে ৫ লাখ টাকা মুক্তিপনের দাবি জানান। এছাড়া সোহাগকে মেরে ফেলার হুমকি দেয়। তথ্য-প্রযুক্তির ফলে ঘাতক ইয়াসিন শাহীনকে আটকের পর নিজ বাসা খাটের নিচ থেকে কসটেপ প্যাচানে সোহাগের লাশ উদ্ধার করে। নিহত সোহাগ ফেনী জেলার কোম্পানীগঞ্জ থানার মাদবপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।

এ ব্যাপারে দক্ষিণ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা ঘাতক শাহীনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host