শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে র্যাব-১০ এর মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
কেরানীগঞ্জে র্যার -১০ এর মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে!
০৭ মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় র্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আসমাউল (৩৫), পিতা-মৃত লাল মিয়া, সাং-খড়িয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ,বর্তমানে তেঘরিয়া বেদেপট্টি, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা , মোঃ সাদ্দাম হোসেন মাল (৩০), পিতা-মৃত মিয়া হোসেন, সাং-খড়িয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে তেঘরিয়া বেদেপট্টি, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ।কে ৫০০ পিস ইয়াবা, নগদ-১৬০০/- টাকা এবং ০২ টি মোবাইল ফোন সহ হাত নাতে গ্রেফতার করেন ।
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় । ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয় ।।