রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের কর্মীসহ আহত ৩

দুর্বৃত্তদের হামলায় যুবলীগের কর্মীসহ আহত ৩।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

মিটফোর্ড হাসপাতাল। ছবি- বার্তা বাজার
ঢাকার কেরানীগঞ্জে যুবলীগকর্মীসহ তিনজনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সদস্য রাজন প্রধানসহ দবির ও জহিরুল নামে আরও দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার যুবলীগকর্মী রাজন প্রধান জানান, তারা পরিকল্পিত ভাবে আমাদের উপর এই হামলা চালিয়েছে। বেশকিছুদিন যাবত আমার বন্ধু দবির এর সাথে আমান নামে এক বিএনপি কর্মীর বিরোধ চলেছে। বিষয়টি মীমাংসার জন্য দবিরসহ কয়েকজন বন্ধু মিলে তার দোকানে প্রবেশ করতেই তিনি আমাদের উপর চড়াও হয়ে যায়। একপর্যায় হাজী ইসলাম, নাঈম, সানি ও মনিসহ বিএনপির সমর্থক আরও কয়েকজন মিলে দোকানের সাঁটার বন্ধ করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হত্যার উদ্যাশে আমাদের তিনজনকে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে এবং আমার চোখে থাকা চশমাটি ভেঙ্গে ফেলেন। আর ব্যাগে থাকা দুই লক্ষ আটাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

একই সাথে তারা আমার গলায় থাকা ২ ভরি ৮ আনা ওজনের সোনার চেইন ছিড়ে নিয়ে যায়। এছাড়া আমার বন্ধুদের পকেটে থাকা বিশ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। জীবন বাঁচাতে পাশের একটি গ্যারেজে দৌঁড়ে ঘিয়ে আশ্রয় নেই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও র‍্যাব এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মারধরের ঘটনা সত্য, তদন্ত চলছে। রাজনৈতিক বিষয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তাদের মধ্যে ব্যবসায়ীক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host