বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে আন্তজেলা গাড়ি চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
১২ অক্টোবর রোববার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জাম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর আলমদের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ) এর নেতৃত্বে এসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় এএসআই (নিঃ) মিলন মাতুব্বর, এএসআই(নিঃ) সেলিম রেজা, এএসআই (নিঃ) কে এম মিজান ও ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ১১-১০-২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলার ঘটনার সাথে জড়িত সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্য ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল/দক্ষিণ কেরানীগঞ্জ, সাভার থানা ও যশোর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২.১০ ঘটিকার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত কররেছেন।
গ্রেফতাররা হলেন- বিল্লাল ওরফে রনি (৩৬), শফিকুল ইসলাম (৫৫), সজীব সিকদার (২৮), মোহাম্মদ সেলিম (৪৫) ও মাসুদ আলম (৫৫)।
তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকা থেকে একটি ড্রাম ট্রাক চুরির ঘটনা তদন্তে নেমে কেরানীগঞ্জের দক্ষিণ ও মডেল এবং সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে যশোরের কোতোয়ালি এলাকা থেকে মাসুদ আলম নামে এক গ্যারেজে মালিককে গ্রেফতার ও তার গ্যারেজ থেকে ৪টি চোরাই ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতাররা পেশাদার অপরাধী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এই সময় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা দক্ষিণ ডিবির বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।