শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেন।

oplus_32

কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেন।

নিজস্ব প্রতিবেদক।

ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ।

সোমবার বিকেলে আগানগর এলাকায় জেলা পরিষদ মার্কেটে সমিতির নিজস্ব কার্যালয়ে সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, একটি ব্যবসায়ীক লেনদেন নিয়ে দু পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমরা কয়েকবার সমিতিতে বিচারের আয়োজন করেছিলাম। তবে এরই মাঝে একটি হামলার ঘটনা ঘটে যাওয়ায় বিষয়টি ঘোলাটে হয়। পরবর্তীতে ডিআইজি অফিস পর্যন্ত অভিযোগ করা হয়েছে। পরে সেখান থেকেও একটি তদন্ত করা হয়। আমরা চেয়েছিলাম সমিতির মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এটি এখন মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছে।

এ সময় চাঁদাবাজির মামলায় অভিযুক্ত কানন শিকদার বলেন,মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি মূলক মামলা দিয়ে আমাকে হেও করা হচ্ছে। মূলত আমি পাওনা টাকা চাইতে গিয়ে চাঁদাবাজ হয়েছি। সমিতি এর আগে বিচার করতে চেয়েছে, তখন কোন মীমাংসা হয়নি। এখন সমিতি পুনরায় বিচার করুক, আমি যে রায় হয় তা মেনে নিব।

এ সময় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও  দোকান মালিক সমবায় সমিতির সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া, সদস্য দুলাল বেপারী,রেজাউল ইসলামসহ বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host