মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
কেরানীগঞ্জে ইন্টারনেট সংযোগকে কেন্দ্র করে এক সাংবাদিকের উপর যুবদলের নেতার হামলা
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুয়েতি প্রজেক্ট এলাকায় ইন্টারনেট সংযোগ নেওয়াকে কেন্দ্রকরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদকর্মী। ৩ জুলাই শনিবার সন্ধ্যায় বাস্তা ইউনিয়ন বিএনপির সাবেক এক নেতা ,
তার ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ওই সংবাদকর্মী মোঃ মাসুদ রানা।
হামলার শিকার মো. মাসুদ বাদি হয়ে এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।থানায় অভিযুক্ত ডায়রী সূত্রে জানা যায় মোঃ মাসুদ রানা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি। পাশাপাশি ইন্টারনেট ব্যবসায় করার উদ্দেশ্য স্থানীয় এক যুবলীগ কর্মী মোঃ সোহাগের সাথে ব্যবসায়িক পার্টনার হিসেবে শনিবার তাদের নিজ এলাকায় ইন্টারনেট সংযোগ দিতে গেলে অভিযুক্ত বিএনপি নেতা বাদল তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে তাকে তার না টানার জন্য হুমকি দেয়।
এরপর তারা তার টানা বন্ধ রাখলেও কিছুক্ষণ পর বেশকয়েক জন লোক এসে চারিগ্রাম স্কুলের সামনে প্রথমে মাসুদের ব্যবসায়ীক পার্টনার সোহাগকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং আরো কিছু লোক পাঠিয়ে সাংবাদিক মাসুদকে তার বাসা থেকে ডেকে এনে তার উপরেও হামলা চালায়। এসময় বাঁশ দিয়ে আঘাত করার চেষ্টা করলে পিছন মাসুদ রানা’র মা ও মামা এসে বাধাদিলে তারকেও মারধর করে এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী নজরুল ও মাদক ব্যবসায়ী সোবাহানসহ বেশকয়েক জন অজ্ঞাত নামা ব্যক্তি।
এসময় তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করলে চলে যাওয়ার সময় তারা বিভিন্ন ভাবে হুমকি সহ সংযোগ দেওয়ার কাজে ব্যবহার করার জন্য আনা ফাইবার তার ও একটি ওএলটি মেশিন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা ।
এই বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে সাংবাদিকতার কোন বিষয় না, ব্যবসা সংক্রান্ত ঝগড়াঝাঁটি হাতা হাতিও মারামারি হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি