রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

কেরানীগঞ্জে আপন ভাই বিদেশ থাকায় দেবর আপন ভাবিকে জেল থেকে ছাড়া পেয়ে বাসায় এসে শ্লীলতাহানী অভিযোগ উঠেছে।

কেরানীগঞ্জে আপন ভাই বিদেশ থাকায় দেবর আপন ভাবিকে জেল থেকে ছাড়া পেয়ে বাসায় এসে শ্লীলতাহানী অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাজির হইয়া মোছাঃ সীমা বেগম (৩০), একটি অভিযোগ করেছেন

দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল পূর্বপাড়ার মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২), পিতা-মোঃ নানটু মিয়ার বিরুদ্ধে মোছাঃ সীমা বেগম (৩০) উক্ত অভিযোগ করেছেন।

,অভিযােগ থেকে জানা যায়, আপন ভাই ভুক্তভোগীর স্বামী-মো: সোহাগ বিদেশ থাকায় জেল থেকে ছাড়া পেয়ে বাসায় এসে বিবাদী ১।মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২) আপন ভাবিকে শ্লীলতাহানী ঘটনা ঘটা

এই যে আমি মোছাঃ সীমা বেগম (৩০), স্বামী-মোেঃ সোহাগ, সাং-কাওটাইল
পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। বিবাদী ১। মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২), পিতা-মোঃ
নানটু মিয়া, ২। মোেছাঃ সুমি বেগম (৩০), স্বামী-হান্নান মিয়া, ৩। মোছাঃ শাহিনুর বেগম (৫২), স্বামী-মোঃ
নানটু মিয়া, সর্ব সাং-কাওটাইল পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদের বিরুদ্ধে এই মর্মে
অভিযােগ দায়ের করিতেছি যে, পূর্ব বিরোধের জেজর ধরিয়া উল্লেখিত বিবাদীরা ১১/০৩/২০২৫ খ্রিঃ তারিখ
দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় ঢাকা-জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল পূর্বপাড়া সাকিনস্থ।
আমার বসত বাড়ীতে ও বসত ঘরে অনধীকার প্রবেশ করতঃ আমার বাড়ি -ঘর ভাংচুর করিতে থাকে। আমি
প্রতিবাদ করিলে সকল বিবাদীরা আমাকে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নিলা-যফুলা, ছিলা
জখম করে। বিবাদীরা আমার পরিহিত কাপড়-চোপড় টানা হঁচরা করিয়া শ্লীলতাহানী ঘটায়।
আমি ডাক-চিৎকারে আশপাশের লাকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাকে সহ আমার সন্তানদের
জীবনে শেষ করিয়া ফেলার হুমকী দিয়া চলিয়া যায়। পরবর্তীতে ১ নং বিবাদী পুনরায় আমার বসত ঘরে
আসিয়া আমার সহিত শারীরিক মেলামেশা করার চেষ্টা করে। আমি যাক-চিৎকার করিলে সে আমাকে
ছাড়িয়া দিয়া পালাইয়া যায়। ঘটনার বিষয়ে আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করিয়া থানায় অভিযোগ দায়ের
করিতে বিলম্ব হইল।
অতএব, কেরানীগঞ্জের পুলিশ প্রশাসনের মহাোদয় উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host