বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের
দাবীতে মিশরিয়ানের আর্তনাদ।
কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:
কেরাণীগঞ্জে পাওনা টাকা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলনে আর্তনাদ করেছেন সাঈদ ওমর নামে এক মিশরিয়ান ও তার বাংলাদেশী বন্ধু মোঃ ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশী বন্ধু ও মিশরিয়ান বন্ধু বলেন, বিবাদী মোঃ নজনুল ইসলাম, মোঃ খোকন, মোঃ সঞ্জীব ও মোঃ আলীনহ আমি মো ইসলাম একসঙ্গে কুয়েতে বসবাস করতাম। কুয়েতে আমরা একসঙ্গে দুম্বার ব্যবসা করেছি। বিবাদীদের নিকট ব্যবসায়িক সংক্রান্তে এক কোটি ত্রিশ লক্ষ টাকা আমি পাওনা হই। উক্ত বিবাদীগন আমার পাওনাকৃত টাকা পরিশোধ না করিয়া বাংলাদেশে চলিয়া আসে। সেই টাকা উদ্ধারের জন্য আমি গত মাসে দেশে চলে আসি।
oplus_32
দেশে আসিয়া আমি বিবাদীদের নিকট আমার পাওনাকৃত টাকা চাহিলে তাহারা আজ নয় কাল করিয়া ঘুরাইতে থাকে। একই সাথে আমার বন্ধু মিশরিয়ান সাঈদ ওমরের উপরোক্ত একই বিবাদীগন ২কোটি ২৪ লাখ টাকা প্রতারনা করে ব্যবসায়ী টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে আসে। আমরা উভয় মিলে ৩ কোটি ৫৪ লাখ টাকা ক্ষতি সাধিত হই। আপনাদের মাধ্যমে আমার ও আমার মিশরিয়ান বন্ধু সাঈদ ওমরে আকুল আবেদন আমরা যাতে অতি দ্রæত পাওনা টাকা ফেরত পেতে চাই। টাকা গুলো উদ্ধার করে বন্ধু মিশরানকে তার দেশে ফিরে দিতে চাই। তার বাংলাদেশ থাকা নিরাপদ না। বর্তমানে বিবাদীগন তাকে ও আমাকে বিভিন্ন রকম ভয়ভীতিসহ জীবননাশের হুমকি প্রদান করছে। এমতাবস্থায় আমরা দুই বন্ধু আর্থিক ক্ষতিসহ জীবন নিয়ে় ঝুঁকিতে আছি। আমরা উভয়ই আপনাদের লিখনির মাধ্যমে দেশের উর্দ্ধতম কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। এবং ন্যায় বিচারের আশা করছি।