শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
oplus_32 কামরাঙ্গীরচরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি’।

নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর কামরাঙ্গীরচরে গণসংযোগ করেছেন ঢাকা ৭ আসনে বিএনপির ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু’র সহোদর ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
আজ শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ দুপুর ৩ টায় কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এলাকা থেকে কামরাঙ্গীরচর থানা বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি।
এসময় গণসংযোগে আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র সাথে আরও উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা জাতীয়তাবাদী দল বিএনপির , এছাড়াও কামরাঙ্গীরচর থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীও গণসংযোগে উপস্থিত ছিলেন ।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রিয়াজ উদ্দিন মনি বলেন, কামরাঙ্গীরচরের হাসপাতাল, গ্যাস-বিদ্যুৎ সংযোগ সহ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করে গেছেন আমার বড় ভাই ঢাকা-৭ আসনের সাবেক সফল সংসদ সদস্য শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু । তার সময় এই কামরাঙ্গীরচর সহ ঢাকা-৭ আসনের কোথাও কোনো চাঁদাবাজ পয়দা হতে দেননি তিনি। চাঁদাবাজী তো দুরের কথা সে সময় চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সর্বদা তার অবস্থান ছিলো কঠোর।

এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি যেমন ছিলেন প্রতিশ্রুতি বদ্ধ তেমনি তার দলের নেতাকর্মীদের প্রতি তার নির্দেশ ছিলো সকল পরিস্থিতে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আজকে এই কামরাঙ্গীরচর অনেক উন্নত হয়েছে, এখানে বর্তমানে জনগণের সংখ্যা প্রায় ১২ লাখের মত। মানুষ বাস করে অথচ একটা সময় এখানে মানুষ নিজের বাড়ি বানিয়ে বসবাস করার কথাও চিন্তা করতে ও সঙ্কোচ বোধ করতো এখানকার যাতায়াত ব্যবস্থা এবং নিরাপত্তাহীনতার কারনে। আজ এতো এতো সুখি কারমাঙ্গিচর বাঁশি।