সোমবার, ২১ Jul ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

অবসর ও বিদায় সংবর্ধনা জানায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

অবসর ও বিদায় সংবর্ধনা জানায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কর্মরত কনস্টেবল মকবুল হাওলাদার। দীর্ঘ ৪০ বছর পুলিশে চাকরি জীবনের শেষে অবসরে যাওয়ায় কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

এসময় এস আই শেখ আফজালুল হক কে ঢাকা জেলা আশুলিয়া থানা বদলি হওয়ায় সংবর্ধনা পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন

সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির। কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ, তদন্ত ওসি মোঃ খালেদুর রহমান, অপারেশন ওসি আশিকুর রহমান, থানার পুলিশের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে, কনস্টেবল মকবুল হালদারের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
সংবর্ধনা অংশ হিসেবে থানা চত্বর থেকে শুরু করে তার নিজ বাসভবন কেরানীগঞ্জের মডেল টাউনে ঘোড়ার গাড়িতে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য: মকবুল হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি গ্রামে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করে। ১৯৮৩ সালে তিনি পুলিশে যোগদানের পর চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মজীবন শুরু করে। দীর্ঘ ৪০ বছর বিভিন্ন থানায় সুনামের সাথে কাজ করে কেরানীগঞ্জ মডেল থানায় তার কর্মজীবন শেষ করেন,

এসময় এস আই শেখ আফজালুল হক কে ঢাকা জেলা আশুলিয়া থানা বদলি হওয়ায় তাকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host