শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সাভারে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, মঞ্জুরুল আলম রাজীব।
মঞ্জুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ:-
সাভারে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, মঞ্জুরুল আলম রাজীব। এসময় কয়েক’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা কৃষক লীগ উত্তরের সদস্য সচিব আহসান হাবিব,তেঁতুলঝোড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডেও ইউপি সদস্য রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।