মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

বিরোধীদের বাধার মুখেও একযোগে ৫ জেলায় শুরু হোল তবলিগ জামাতের জেলার ইজতিমা

বিরোধীদের শত বাধার মুখেও অবশেষে পাঁচ জেলায় একযোগে শুরু হোল তবলিগ জামাতের জেলার ইজতিমা,জুম্মার নামাযে লাখো মুসল্লির ঢল । তবলিগের মূলধারা থেকে বিচ্যুত পাকিস্তান ভিত্তিক আলমি শুরার অনুসারীদের শত বাধা এবং প্রতিকূলতার মুখেও অবশেষে পাঁচ জেলায় একযোগে ইজতিমা শুরু হয়েছে । জেলাগুলো হোল রাজশাহী, রংপুর, জয়পুরহাট, জামালপুর এবং ঝিনাদাহ । রাজশাহীঃ আয়োজকদের সূত্রে জানা যায় রাজশাহীতে স্থানীয় প্রশাসনের তথ্যমতে কমপক্ষে তিন লক্ষ মুসল্লি জুমার নামাযে অংশ নেয়। জুম্মা নামায পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মুফতি আতাউর রহমান সাহেব । বাদ আসর বয়ান করেন বগুড়ার জিম্মাদার হাফেজ ওজিউল্লাহ সাহেব, বাদ মাগরিব মুল বয়ান করেন মাওলানা মুত্তাসালিন মাওলা সাহেব। জামালপুরঃ হেফাজত পন্থিদের ব্যাপক বাধার মুখেও শান্তিপূর্ণভাবে ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে জামালপুরে । আয়োজকদের দাবী অনুযায়ী প্রায় দুই লাখ মুসুল্লি জুম্মায় অংশ নেয়। জুম্মা নামায পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা আশরাফ আলি সাহেব । রংপুরঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে রংপুরের ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে । জুম্মার নামাযে লাখ লাখ মুসুল্লি অংশ নেয় । জুম্মা নামায পরিচালনা করেন বাংলাদেশ তবলিগ জামাতের শুরা এবং ফয়সাল কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা মোসাররফ সাহেব । শনিবার আখেরি মোনাজাতের ব্যাপক লোকসমাগমের আশা করছে ইজতিমা আয়োজকগন । জয়পুরহাটঃ লাখো মুসুল্লির অংশগ্রহণে জুম্মার নামায অনুষ্ঠিত হয় । স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশস্নের উচ্চপদস্থ কর্মকর্তাগন জুম্মার নামাযে অংশ নেন। নামাযের আগে বয়ান করেন তবলিগ জামাতের মুরুব্বি কাকরাইল মসজিদের মুকিম হযরত মাওলানা আব্দুল্লাহ মুনসুর সাহেব । বাদ মাগরিব বয়ান করেন বাংলাদেশ তবলিগ জামাতের ফয়সাল এবং শুরা কাকরাইল মসজিদের প্রফেসর মুকিম ইউনুস শিকদার সাহেব । ঝিনাইদাহঃ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সহ লাখ লাখ মুসুল্লি জুম্মায় অংশ নেয় । জুম্মার নামায পরিচালনা করেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, জুম্মার পর বয়ান করেন মাওলানা মুয়াজ বিন নুর , বাদ মাগরিব বয়ান করেন মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব । আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতিমা শেষ হবে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host