শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

বুদ্ধিপ্রতিবন্ধীদের বিদ্যালয় রক্ষার জন্য ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি

শামীম আহম্মেদ ঃ
কেরাণীগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি রক্ষার জন্য জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক মহল। গত কাল রবিবার বিদ্যালয়ের পক্ষ থেকে এ স্মারকলিপি পেশ করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো.জাকির হোসেন মাসুম। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার আবেদন জানিয়ে এসময় তাদের সাথে যোগ দিয়েছেন এসব প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ও শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডা.সৈয়দ এমএ সোবাহান,আওয়ামী লীগ নেতা মো.রজ্জব আলী,মো.সফিউদ্দিন আহম্মেদ জুয়েল ও মো.আবুল কাশেমসহ আরো অনেকে।
কেরাণীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.জাকির হোসেন মাসুম বলেন, দারিদ্র বিমোচন ও প্রতিবন্ধকতা দূরীকরনের লক্ষে দীর্ঘদিন যাবৎ আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। আমাদের প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে স্বাস্থ্য ও আইনি সেবা প্রদান করা হয়। কিন্তু আমাদের এ প্রতিষ্ঠিত স্কুল একজায়গায় বেশীদিন রাখতে পারছিনা। এটি করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। আমরা যেখানেই যাই সেখান থেকেই আমাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে। তাই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এসকল অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী স্কুল প্রতিষ্ঠার জোড় দাবি জানাচ্ছি । পাশাপাশি আমরা বর্তমানে যেখানে আছি এখনই যেন আমাদেরকে এখান থেকে সরিয়ে দেয়া না হয় সে বিষয়টিও বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের নিকট দাবি তাদের। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host