শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

গৌড় বঙ্গ জাদু উৎসব ২০১৯

গৌড় বঙ্গ জাদু উৎসব ২০১৯
(পি.কে বর্মন ঢাকা) গত ২১শে জুলাই মালদা গৌড়বঙ্গ নবীন সিনেমা (মনমোহন চিত্রম প্রেক্ষাগৃহে ) ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ও বাংলাদেশ থেকে আগত জাদুশিল্পীদের জাদু উৎসবের এক মহা মিলনমেলার আয়জন করেন ওয়ান্ডার ম্যাজিক একাডেমির প্রতিষ্ঠাতা এস.বাবু। মোট ১৭৫জন জাদুশিল্পী গৌড় বঙ্গ ম্যাজিক ফেস্টিভ্যালে অংশগ্রহন করেন। এবং ৫০জন ম্যাজিসিয়ান প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজক এস.বাবু, কো-অডিনেটোর ম্যাজিসিয়ান বি.সুপরিয়, কো-অডিনেটোর জন সরকার, শোভন বৈরাগ্য ও শোভম সাহা এর নিরন্তর চেষ্টায় একটি জাকজমক পূর্ণ জমকালো জাদুর অনুষ্ঠান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ উদ্বোধন এবং শর্মিষ্ঠা ঘোষালের নেত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতবর্ষের জাদুর নক্ষত্র ‘প্রিন্স এস লাল’ বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে পি.কে বর্মন, চিকন পত্রিকার সম্পাদক মেঘনাথ দাস, যুক্তিবাদী মঞ্চের পঞ্চানন ঘোষাল-প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের প্রতিযুগিতা হয়। যেমনঃ ম্যাজিকে জুনিয়র, সিনিয়র, ইয়াং, লিটল, ক্লোজ আপ ও কথা বলা পুতুল। ইয়াং ম্যাজিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল জিতে নেন শুভ সাহা, সিনিয়র ম্যাজিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অসক সরকার, কথা বলা পুতুলে প্রথম হন ভোলানাথ দাস, ক্লোজ আপ ম্যাজিকে প্রথম হন রাজা চৌধরি এবং যথাক্রমে জুনিয়ার ও লিটল ম্যাজিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অগ্নিকল্প ইমন ও দেবায়ন দাস। গ্রান্ড গালা-শোতে চমকপ্রদ জাদু প্রর্দশন করেন প্রিন্স এস. লাল, বি.সুপ্রিয়, এস.বাবু, শোভম বৈরাগ্য ও শোভম সাহা সহ আরো অনেকে। মঞ্চ সঞ্চালনায় ছিলেন ম্যজিসিয়ান বি. সুপ্রিয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host