মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের। ৬ই জুলাই রোজ রোববার লালবাগ থানা বিএনপি ২৩ নং ওয়ার্ডের সভাপতি সাঈদ হোসেন সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী কেরানীগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপির সমাবেশ অনুষ্ঠিত। গণতন্ত্রের শপথে শহীদদের পাশে কেরানীগঞ্জের তরুণেরা। ২৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও মাদক বহনে প্রাইভেটকার জব্দ। আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত চান্দ্রা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পিবিআই’য়ের অভিযানে, ২ কোটি ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চক্রের দুই সদস্য গ্রেফতার। ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা কর্তৃক ৬০০০ পিস ইয়াবা উদ্ধার এবং দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। চাঁদপুরে নতুনবাজার-পুরানবাজার সেতুর নিচে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে।

শাহরুখের পাশেই কাজলের মূর্তি!

লন্ডনের মাদাম তুসো জাদুঘরের খ্যাতি জগতজোড়া। এখানে বিশ্বের তাবৎ জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি স্থাপন করে তাদের সম্মান জানানো হয়।

এরই মধ্যে বলিউডের বহু তারকার মূর্তি স্থাপন করা হয়েছে এ জাদুঘরে। এ তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। এবার সেই তালিকাভুক্ত হচ্ছেন মায়াবি চেহারার অধিকারিণী কাজল।

জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেকান ক্রনিকেল জানিয়েছে, শিগগির মাদাম তুসোয় কাজলের মোমের মূর্তি উন্মোচন হচ্ছে। অবশ্য পদ্মশ্রী খেতাব পাওয়া এ তারকার মূর্তি আরও আগে সেখানে স্থান করে নিতে পারত। কিন্তু কেন পারেনি, তা অজানা। তবে দেরিতে হলেও সেটি বাস্তবে রূপ পাচ্ছে।

কাজলের সঙ্গে এরই মধ্যে দেখা করে গেছে মাদাম তুসো কর্তৃপক্ষ। তারা মূর্তির মাপও নিয়েছেন। পোশাক, স্টাইল, সাজসজ্জাও ঠিক করা হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলেশাহরুখ খানের মূর্তির পাশেই স্থাপন করা হবে নায়িকার মূর্তি।

স্ক্রিনে শাহরুখ-কাজলের রসায়ন দুর্দান্ত। বিশ্বব্যাপী অগণিত ভক্ত-সমর্থক রয়েছেএ জুটির। শোনা যাচ্ছে, তাআমলে নিয়েই এ সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ।

পর্দায় শাহরুখ-কাজলকে শেষবারের মতো দেখা গেছে ‘দিলওয়ালে’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৫ সালে। এর পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রটেছে- ফের জুটি বেঁধে কাজ করবেন তারা। তাদের সিনেমাটির কাজও শুরু হচ্ছে এ বছর।

উল্লেখ্য, কাজলের মূর্তিটি উন্মোচনে আমন্ত্রণ জানানো হয়েছে স্বামী অজয় দেবগণসহ পরিবারের সবাইকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host