রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নতুন মৌলিক গান “বশীকরণ তাবিজ” নিয়ে আবারও আলোচনায় কণ্ঠশিল্পী রাকা পপি নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুভাঢ্যায় গণপ্রতিবাদ

 

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুভাঢ্যায় গণপ্রতিবাদ ,

নিজস্ব প্রতিবেদক, শামীম আহমেদ,

কেরাণীগঞ্জ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ইকবাল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যারের দাবিতে গণপ্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার জুম্মা নাজের শেষে শুভাঢ্যার প্রতিটি মসজিদে মসজিদে এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ শেষে লিফলেট বিতরন করা হয়েছে। শুক্রবার পার গেন্ডারিয়া পুরাতন জামে মসজিদে নামাজ আদায় করেন শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন। নামাজ শেষে সেখানে তার বিরুদ্ধে আনিত মিথ্যা ও সাজানো অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় উপস্থিত মুসল্লীগণ। পরে এ বিষয়ে লিফলেট বিতরন কার্যক্রম শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোক্তার হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.খলিলুর রহমান,সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ, জহিরুল ইসলাম লিটন,শাখাওয়াত হোসেন প্রমুখ। এধরনের লিফলেট বিতরনের মাধ্যমে গণপ্রতিবাদ আজও ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন তার বিরুদ্ধে আনিত এ মিথ্যা অভিয়োগের প্রতিবাদ জানিয়ে একর পর এক সংবাদ সম্মেল করে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষে নানা অপ-প্রচারে মেতে উঠেছে। এমনকি প্রতারণাকারী বহুরূপী এক নারীকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাজানো মামলায় আসামী করা হয়েছে বলেও অভিযোগ তার।
জানাযায়,শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন কেরাণীগঞ্জের সবচেয়ে জনবহুল একটি ইউনিয়নের পর পর দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান। তার ইউনিয়নে প্রায় ৬-৭লাখ লোকের বসবাস। যার মধ্যে ১লক্ষ ৪০ হাজার ভোটার। দেশের কোন ইউনিয়নে এত বেশী ভোটার আছে বলে মনে হয়না। ঠিক এমন একটি ইউনিয়নে জনসেবার পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। ব্যবসা-বানিজ্যেও রয়েছে তার ব্যাপক সুনাম-সু-খ্যাতি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশপাশি তিনি বাংলাদেশ ডক ইয়ার্ড এন্ড শিপ ইয়ার্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি, কেরাণীগঞ্জ ডক ইয়ার্ড মালিক সমিতির সভাপতি। বাংলাদেশ কার্গো ভ্যাসেল মালিক সমিতির সভাপতি ও রাজনৈতিক ভাবে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তার এসকল সুনাম সু-খ্যাতিকে নস্যাৎ করার লক্ষে একটি মহল তার বিরুদ্ধে নানা ধরনের সাজানো-বানোয়াট ও মিথ্যা অভিযোগ উত্থ্যাপন করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি তার বিরুদ্ধে আনিত এ ধরনের ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host