শনিবার, ২৬ Jul ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

বুড়িগঙ্গায় যাত্রীর টিফিন ক্যারিয়ারের আঘাতে নৌকার মাঝি নিহত।

বুড়িগঙ্গায় যাত্রীর টিফিন ক্যারিয়ারের আঘাতে নৌকার মাঝি নিহত।

কেরানীগঞ্জসংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

০৩ আগস্ট ২০২২,

ঢাকার বুড়িগঙ্গায় নৌকা পারাপার সময় ঝগড়ার এক পর্যায়ে নৌকাযাত্রী মনির হোসেনের হাতে থাকা টিফিন ক্যারিয়ারের আঘাতে সোহরাব শিকদার (৫০) নামে এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে। নিহত সোহরাব শিকদার মাদারীপুরের শিবচর থানার শিকদারকান্দি গ্রামের নিয়ামত শিকদারের পুত্র। পরিবারের সদস্যরা গ্রামে থাকায় তিনি বুড়িগঙ্গার কেরানীগঞ্জ মডেল থানা ঘাট এলাকায় নৌকাতেই বসবাস করতেন।

মঙ্গলবার মধ্যরাতে নৌ-পুলিশ ও স্থানীয় ডুবুরিদের সহায়তায় বুড়িগঙ্গা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নৌ-পুলিশ ও স্থানীয় মাঝিদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মিটফোর্ড ঘাট থেকে নৌকাযোগে থানারঘাট আসার সময় নৌকা মাঝির সোহরাব শিকদারের সঙ্গে নৌকা যাত্রী মনির হোসেনের বাগবিতণ্ডা হয়।

এ সময় মনির হোসেন ক্ষিপ্ত হয়ে নৌকা মাঝির সোহরাব শিকদারকে হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে মাথায় আঘাত করলে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মনিরকে আটক করে এবং নদীতে মাঝিকে খুঁজতে থাকে। দীর্ঘ তিন ঘন্টা পর স্থানীয় ডুবুরি ও নৌ পুলিশের সদস্যরা মিলে বুড়িগঙ্গা নদী থেকে সোহরাব শিকদারের মৃতদেহ উদ্ধার করে।

বরিশুর নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সোবাহান জানান, লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মনিরকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর অর রশিদ জানান, গ্রেপ্তারকৃত মনির ঘটনা দায় স্বীকার করেছে। আজ বুধবার তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host