শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার সহ গ্রেপ্তার ৮ জন

কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের  সর্দার সহ গ্রেপ্তার ৮ জন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল, মো.জিয়া মোল্লা (৪২),বাবু ওরফে মাস্টার বাবু (৩০), টুটুল মৃধা(৪৫),শরীফুল ইসলাম(৩০), জাকরিয়া ওরফে জিকরি (২৬), মো. বাবুল (৩০), সাইফুল ইসলাম (২৩) ও রাসেদুল ইসলাম ওরফে বিটু (২৬)।
শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদেরকে কেরানীগঞ্জ , ঢাকা মেট্রো ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান,গত ৮ মার্চ দিবাগত রাত থেকে ৯মার্চ পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার তিনটি স্থানে সিরিজ ডাকাতি হওয়ার ঘটনায় মামলা হয়। পরে তথ্য প্রযুক্তির সহযোগীতায় দেশের বিভিন্নস্থান থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host