শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেরানীগঞ্জ স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২।

কেরানীগঞ্জ স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে পুলিশ ও ডিবি পরিচয় স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশ ও ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইকালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশের পোশাক পরিহিত সোহেল রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত এবং অপর ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ব্যক্তি ডিবি পুলিশের গাড়ি চালক বলে নিজেদের পরিচয় প্রদান করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর গুদারাঘাট এলাকায় শুক্রবার সকাল ৯টায় খাজা সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার ও তাদের ব্যবহৃত ডিবি পুলিশ স্টিকার সম্বেলিত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫—১৮১০) জব্দ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দোহারের জয়পাড়া বাজারের অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার ও পলাশ হালদার এগারটি স্বর্ণের বার নিয়ে রাজধানীর তাতিবাজার যাওয়ার সময় তাদের কয়েকজন মিলে পুলিশ পরিচয় স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সঙ্ঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও স্থানীয় জনতা পুলিশের পোশাক পরিহিত ২ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের বার ছিনতাইকালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত ২ ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ গিয়ে ১১টি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। স্বর্ণের বারগুলো বৈধ কিনা এবং আটককৃত দুজন পুলিশের সদস্য কিনা তা খতিয়ে করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host