শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের দাবি

পোশাক শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল পাওনা ২০ রমজানের (১৬ জুন) মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, জাতীয় রপ্তানি আয়ের ৮০ ভাগ আসে গার্মেন্টস খাত থেকে। তারপরও এ খাতের শ্রমিকরা রাষ্ট্রীয় অবহেলা ও মালিকদের শোষণ-নির্যাতনের শিকার হচ্ছে। মালিকরা ঈদের ছুটির পূর্বের মুহূর্তে বেতন-বোনাস পরিশোধ করে না। শ্রমিকদের জিম্মি করে। তখন প্রতিবাদের সুযোগ থাকে না। আইন-শৃংখলা বাহিনীও মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

তারা আরও বলেন, ২০ রোজার মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করলে উদ্ভুত পরিস্থিতির দায় মালিকদেরই বহন করতে হবে। পোশাক শ্রমিকদের ঘামের বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অথচ জাতীয় বাজেটে পোশাক শ্রমিকের আবাসন, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার জন্য কোনো বরাদ্দ রাখা হয় না।

এ সময় বাজেটে শ্রমিকদের রেশনিং ব্যবস্থার জন্য বরাদ্দ রাখার দাবি জানান শ্রমিক নেতারা।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি খালেকুজ্জামন লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরিফ প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host