সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

সালমা ইসলামের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী রেলের উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ৩৩৭ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকার ৬৫টি নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। পরে সংশোধিত আকারে ৪৯ হাজার ৪৬৮ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার ৬০টি প্রকল্প অনুমোদিত হয়।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে রেলওয়েতে ৪০টি বিনিয়োগ ও ৩টি কারিগরি সহায়তা প্রকল্প চলমান রয়েছে। এ বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রেলওয়ের জন্য থোকসহ ১৩ হাজার ১ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী সরকারের এসব মহাপরিকল্পনার কথা জানান।

আরেক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেছেন, বর্তমানে সারা দেশে বাংলাদেশ রেলওয়ের ৮০টি স্টেশন বন্ধ ও ৩৮০টি স্টেশন চালু আছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে জোট সরকারের আমলে ১৪০ স্টেশন বন্ধ করে দেয়া হয়।

বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, চালু স্টেশনগুলোর মধ্যে ১৮৮টির আধুনিকায়ন করা হয়েছে। বন্ধ স্টেশনগুলোর মধ্যে পাকশী রেল বিভাগের ৩৯টি, ঢাকা বিভাগের ২০টি, লালমনিরহাট বিভাগের ১২টি এবং চট্টগ্রাম বিভাগের ৯টি স্টেশন রয়েছে।

একই দলের সংসদ সদস্য শিবলী সাদিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএনপি সরকারের আমলে বন্ধ ১৪০টি স্টেশনের মধ্যে দুই দফায় মোট ৬০ স্টেশন চালু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host